Prince Ahmed

আমার লেখালেখি

লেখার বিভাগ

আজ ঘুম ভাঙলো মোবাইলের রিংটোনের শব্দে। ঘুমচোখেই সেটা কানে ধরলাম।
‘হ্যালো, ভাইয়া!’
‘হ্যাঁ, রায়হান— বলো।’
‘আপনার আইডি ঠিক করে ফেলেছি!’
কেনো জানি নে— আমার চোখ ভিজে উঠলো। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি যেনো হঠাৎ দেখতে পেলাম— আমার বাবা বারান্দায় বসে আছেন, মা-ও তাঁর পাশে বসা। ঝম ঝম করে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে দুইটা ছেলে তাঁদের সামনে গিয়ে দাঁড়ালো। একটাকে তাঁরা চেনেন, একটাকে চেনেন না।
চেনাটা অচেনাটাকে দেখিয়ে বললো, ‘আব্বা, এই দেখো তোমাদের আরেকটা ছেলে।’
একটু পরেই দেখা গেলো— চেনা ছেলেটা বৃষ্টিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। অচেনাটা তার পাশে নেই! অচেনাটা বারান্দায়! তার ভেজা মাথাটা অস্থির— তোয়ালেসহ মায়ের চুড়ি পরা হাত দু’টো মিষ্টি সুরে ব্যস্ত ভারী!
চেনা-অচেনা ছেলে দু’টো আর কেউ না— একটা আমি, আরেকটা হলো রায়হান ( Raihan Babu)।
.
আজ এমন বাদল দিনে বাবা-মায়ের বেঁচে থাকাটা খুব জরুরি ছিলো।